প্রকাশিত: Thu, Mar 23, 2023 8:12 AM
আপডেট: Mon, Jan 26, 2026 5:05 PM

জো বাইডেন পারবেন কি নিজের দেশের আর্থিকখাত সামাল দিতে?

রেজা ঘটক : তিনদিনের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) পর সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে গেলো। এর প্রভাবে এখন সারা বিশ্বের পুঁজিবাজারে চলছে অস্থিরতা। সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংক কিনে নিয়েছে দেশটির আরেক বৃহৎ ব্যাংক ইউবিএস। ৩২৩ কোটি ডলারে ১৬৭ বছরের পুরোনো ব্যাংক ক্রেডিট সুইসকে কিনে নিচ্ছে ইউবিএস। হঠাৎ করে সোনার দাম বেড়েছে কয়েকগুণ। অর্থবাজারের এই অস্থিরতা সামনে আরও বৃদ্ধি পাবে। 

ওদিকে সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্কের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের সূত্রে এনজেড হেরাল্ড বলেছে, যুক্তরাষ্ট্রে এখন ১৮৬ টি ব্যাংকের বিমাবিহীন আমানকারীরা আতঙ্কিত হয়ে আমানত তুলে নিতে পারেন। যদি অর্ধেক আমানকারী দ্রুত অর্থ তুলে নেন, তাহলে যুক্তরাষ্ট্রের ১৮৬টি ব্যাংকও বন্ধ হতে পারে। রাশিয়াকে কয়েক হাজার অবরোধ দিয়ে জো বাইডেন চাচা এবার নিজের দেশের আর্থিকখাত কেমনে সামাল দেবেন সেটি দেখার বিষয়। তবে বিশ্ববাসীর জন্য দুর্ভাগ্য হলোÑ জর্জ বুশের মতো জো চাচাও মাথা গরম করে যেকোনো সময় যুদ্ধ লাগিয়ে দিতে পারেন। লেখক: কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক। ফেসবুক থেকে